নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ফারদিন : র্যাব
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৪ ২০:২৩:১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) রাত ২:৩৪ মিনিটে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৪ ডিসেম্বর) কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে মঈন জানান, মামালার প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা ছাড়াও র্যাব এ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। আমরা ফারদিনের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলি। এ ঘটনা দেশজুড়ে বেশ আলোচিত হয়। আমরা বিভিন্ন তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, তথ্য উপাত্ত বিশ্লেষণ করি।
এদিকে ফারদিনকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
উল্লেখ্য, র্যাব শুরু থেকেই ঘটনার ছায়া তদন্ত করছে।
এএ