২৪ ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করেছে জামায়াত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৪ ২১:৩৩:২৪


বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতের পক্ষ থেকে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মা’ছুম ২৪ ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করেছেন।’

নতুন তারিখ শিগগিরই জানানো হবে বলে জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। বুধবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে ২৪ ডিসেম্বরের কর্মসূচি অন্যদিন করার আহ্বান জানান।

এএ