৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন না করলে বন্ধ
প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১৫:০৮:১৬
৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করলে সিমকার্ড বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা খুলে দেয়া হবে বলে জানান তিনি।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তারানা হালিম বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিমকার্ড ভেরিফিকেশনের নির্দেশ দেয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো