মার্কিন দূত বুদ্ধিজীবি স্মৃতিসৌধে গেলে ভালো হতো: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-১৫ ১৪:৩৭:০৭


শহীদ বুদ্ধজীবী দিবসে যারা মার্কিন রাষ্ট্রদূতকে মায়ের ডাকের কোঅর্ডিনেটরের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন তারা সঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, গতকাল মার্কিন দূত বুদ্ধিজীবি স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো। আমি জানি না তাকে মায়ের ডাকের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন, সেটা ঠিক হয়নি।

মন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না। যারা তাকে মায়ের ডাকের সমন্বয়কের বাসায় নিয়ে গেছেন, তারা কাজটি ঠিক করেননি। তারা রাষ্ট্রদূতকে প্রচণ্ড সমালোচনায় ফেলে দিয়েছেন। তিনি গিয়েছেন শুনে মায়ের কান্না সংগঠনের কর্মীরা ৫০ জনের মতো, স্মারকলিপি দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে এ ঘটনায় সম্পর্কে প্রভাব পড়বে না। ভুল পরামর্শের বিষয়ে সতর্ক থাকতে তাকে আমি অনুরোধ করবো।

এমজি