বরখাস্ত হলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১৬:১০:০৬


kh_108139সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগে ইয়েমেনের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট খালেদ বাহাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদি।

ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো নিয়ে জাতিসংঘের উদ্যোগে আগামী ১৮ এপ্রিল কুয়েতে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করায় অনেকে বিস্মিত।

বাহাকে বরখাস্ত করে প্রধানমন্ত্রী পদে বসানো হয়েছে জেনারেল পিপলস কংগ্রেস পার্টির সাবেক সাধারণ সম্পাদক আহমেদ বিন দাঘারকে।  আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেনারেল আলী মোহাসেন আল আহমারকে।

প্রেসিডেন্সিয়াল এক সূত্র জানায়, বরখাস্ত প্রধানমন্ত্রী এখন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

প্রধানমন্ত্রীকে বরখাস্তের কারণ হিসেবে প্রেসিডেন্ট হাদি বলেছেন, তার সরকার দেশের মানুষের দুর্ভোগ কমাতে পারেনি। তাদের সমস্যার সমাধান দিতে কিংবা চাহিদা পূরণ করতে পারেনি।

সানবিডি/ঢাকা/আহো