সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও
প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১৬:৪৪:০২
দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ সোমবার সূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টি কোম্পানির। আর দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকা।
আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৪৯ পয়েন্টে।আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
সানবিডি/ঢাকা/আহো