মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৬ ২০:৪৯:৩২
মালয়েশিয়ার ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ফার্মহাউসে ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘটনাস্থলের পাশে পাহাড়ে থেকে মাটি ধসে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন।
এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিহতদের প্রতি সমবেদনা এবং নিখোঁজদের বেঁচে থাকার জন্য দোয়া করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চেও কুয়ালালামপুরের একটি শহরতলীতে ভূমিধসে চার জনের মৃত্যু হয়।
এএ