নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২, আহত ২২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৭ ১৩:১৩:৩৬


ঢাকার ধামরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

শনিবার সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং ২২ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় মরদেহগুলো আমরা উদ্ধার করেছি। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এম জি