ইরাকে পৃথক বোমা হামলায় ২০ জন নিহত

প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১৭:২৫:৫৭


iraq_108152ইরাকে পৃথক বোমা হামলায় ২০ জনের প্রানহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলাগুলোর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।

সোমবার দেশটির বিভিন্ন স্থানে শিয়া মিলিশিয়া এবং সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালানো হয়। এতে ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ইরাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এসব হামলার মধ্যে বেশির ভাগ ছিল আত্মঘাতী বোমা হামলা। এসব ঘটনায় আহত কমপক্ষে ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।

সানবিডি/ঢাকা/আহো