তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-১৮ ১১:২৯:৫২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বউত্তরের এই এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৮ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর কালবেলাকে এ তথ্য জানিয়েছে।
এদিকে, গতকালের তুলনায় আজ রোববার তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এম জি