ঢাকা টেস্টে টাইগারদের দল ঘোষণা, দলে নাসুম

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৮ ১৭:০৩:৩৫


চট্টগ্রামে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টেও খেলা হচ্ছে না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের। ওয়ানডে সিরিজের আগে পাওয়া কুঁচকির চোট এখনো ভুগাচ্ছে বাঁ হাতি ওপেনারকে।

এ ছাড়াও চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার নাসুম আহমেদ।

ফলোঅনে পড়েও চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিন পর্যন্ত নিয়েছে গেছে বাংলাদেশ। বিশাল ব্যবধানে হারলেও অভিষিক্ত জাকির হাসানের সেঞ্চুরি এবং সাকিব আল হাসানের হাফসেঞ্চুরি বাংলাদেশের বড় প্রাপ্তি।

ঢাকায় এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে চোটগ্রস্ত দল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন চোট পান এবাদত। আর একাদশে না থাকলেও ফিল্ডিং অনুশীলনে পাওয়া হ্যামেস্ট্রিং চোটে খেলা হচ্ছে না শরিফুলেরও।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, জাকির হাসান এবং রেজাউর রহমান।

এম জি