বিশ্বকাপ মেসির প্রাপ্য: পেলে
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১২-১৯ ০৯:৪৯:৫৩
হাসপাতালের বেডে শুয়ে কাতার বিশ্বকাপ উপভোগ করেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। সেখান থেকে রুদ্ধশ্বাস এই ফাইনালের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন প্রতিক্রিয়া। বলেছেন, যোগ্যতা দিয়েই নিজের প্রাপ্য বিশ্বকাপ জিতেছে লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা ছিল ফুটবল সম্রাটের। অসুস্থতার কারণে পাননি কাতারে আসার ডাক্তারের অনুমতি। কয়েকদিনের মধ্যে খবর আসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পেলেকে। সেখান থেকেই খবর রেখেছেন কাতার বিশ্বকাপের গতি-প্রকৃতি।
লুসাইল আইকনিক স্টেডিয়ামের ফাইনালে ১২০ মিনিটে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ ছিল ৩-৩ গোলে ড্র। পেনাল্টি শুটআউটে ফরাসিদের কাঁদিয়ে তৃতীয় শিরোপা উৎসবে মাতে আর্জেন্টিনা। আর কিংবদন্তির পথে মেসি পান পূর্ণতা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনবারের বিশ্বকাপজয়ী পেলে লিখেছেন, প্রাপ্য বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। তিনি আরও লেখেন, ‘বরাবরের মতো একটি মনোমুগ্ধকর উপায়, ফুটবল তার গল্প বলেছে, আর মেসি প্রাপ্য বিশ্বকাপ জিতে নিয়েছেন।’
সতীর্থদের ভুলে ফাইনালে হারলেও দুর্দান্ত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এই ফরাসি তারকার প্রশংসা করেন ফুটবলের কালোমানিক।
তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু এমবাপ্পে, একটি ফাইনালে চারটি গোল (টাইব্রেকসহ) করেছেন। আমাদের খেলার ভবিষ্যতের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে।’
এম জি