সূচক ও লেনদেন কমেছে

প্রকাশ: ২০১৬-০৪-০৫ ১৬:১৩:৩৫


dse.sunbdদেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির। আর দর কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৩৯ লাখ টাকা।

আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬০ পয়েন্ট  কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৯ পয়েন্টে।এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

সানবিডি/ঢাকা/আহো