দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২০ ১৬:০৪:২৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৪ বারে ১৯ হাজার ৭৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯১৪ বারে ১ লাখ ৫৭ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২১ বারে ৮ লাখ ৮৫ হাজার ৪২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন কেবলসের ৬.০৯ শতাংশ, নর্দার্ণ জুটের ৫.৩৫ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.২০ শতাংশ, সোনালী আঁশের ৪.৯৮ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৮১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৭৬ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৪.২৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস