পেঁয়াজের দাম কেজিতে কমল ১০ টাকা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২১ ১৩:৪০:৪১


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। এক সপ্তাহ আগে ২৭ থেকে ২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা পাইকারিতে ১৭ থেকে ১৮ টাকায় এবং খুচরা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও কমেছে। আমদানি বৃদ্ধির কারণেই দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে বলে জানান আমদানিকারকরা।

শাওন নামের এক ক্রেতা বলেন, গত সপ্তাহের থেকে এখন পেঁয়াজের দাম কম। দেশের বাজারে অনেক নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। যার জন্য বেশি করে কিনলাম। পেঁয়াজের দাম কমায় নিম্ন-আয়ের মানুষদের সুবিধা হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য বন্দরের আমদানিকারকরা ভারত থেকে বেশি করে পেঁয়াজ আমদানি করে থাকে। এক সপ্তাহ আগে থেকে দেশি পেঁয়াজের সরবরাহ কমায় মোকামগুলোতে চাহিদা বেড়েছিল। এ জন্য ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যায়। এতে পেঁয়াজ কিনতে আমাদের পুঁজি যেমন বেশি লাগছিল, তেমনি লাভ কম হচ্ছিল। এখন পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা কিনতে হয়েছিল বর্তমানে তা ১৭ থেকে ১৮ টাকায় কিনছি। ইতোমধ্যে দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে চাহিদা কমেছে। এ জন্য খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার কর্মদিবসে ভারতীয় ৭৫ ট্রাকে ২ হাজার ২৩৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এম জি