এসি বিস্ফোরণ: দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২১ ১৪:৫৪:৫৬
রাজধানীর মিরপুরে এসি বিস্ফোরণের ঘটনায় মায়ের পর দগ্ধ আরিয়ানও (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এর আগে, গত শনিবার রাতে আরিয়ানের মা হাজেরা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আর হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
বিস্ফোরণের ঘটনার পর আরিয়ানের বাবা মো. রেজাউল ইসলাম জানিয়েছিলেন, ওইদিন রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন তিনি বাসায় ছিলেন না। দুর্ঘটনার খবর পেয়ে বাসায় ছুটে আসেন। পরে দগ্ধ অবস্থায় তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুজনকেই ভর্তি করা হয়।
গত শুক্রবার রাতে মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকার একটি বাড়িতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন বাসায় থাকা হাজেরা বেগম ও তার ছেলে আরিয়ান দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছিল।
এম জি