পানামা পেপার্স : আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট: ২০১৬-০৪-০৬ ১০:২৫:২৯


icelandকর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডাভিড গুনলাগসন। খবর বিবিসির।

‘পানামা পেপার্স’ নামে পরিচিতি পাওয়া এই গোপন দলিলপত্রে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ডাভিড গুনলাগসন এবং তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি অফশোর কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপরই আইসল্যান্ডে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গত দুদিন ধরে তার পদত্যাগের দাবিতে শত শত মানুষ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে।

পানামা পেপার্স ফাঁসের পর বিশ্বের অনেক দেশের ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ীরা এখন চাপের মুখে পড়েছেন।

তালিকায় ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে নামকরা সেলিব্রেটি- অনেকের কর ফাঁকির গোপন তথ্য বেরিয়ে এসেছে এসব দলিলপত্রে। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়।

এ পর্যন্ত এই কর ফাঁকির কেলেংকারিতে যাদের নাম এসেছে তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আত্মীয়-স্বজন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন এবং বার্সেলোনার ফুটবল তারকা লায়নেল মেসি।

একটি জার্মান সংবাদপত্রের হাতে এসব দলিল আসার পর তারা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট’ তা শেয়ার করে বিশ্বের প্রায় একশোটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে। তাদের এক বছরের অনুসন্ধানের মধ্য দিয়ে বেরিয়ে আসে কর ফাঁকির এসব চাঞ্চল্যকর তথ্য।

চীনের কমিউনিষ্ট পার্টির বর্তমান ও সাবেক আটজন প্রভাবশালী নেতাও কর ফাঁকির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠে। এদের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবারের সদস্যরাও রয়েছেন।

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান ডোনাল্ড ক্যামেরন। তার কোম্পানি তিরিশ বছর ব্রিটেনে কোন কর দেয়নি বলে অভিযোগ।