ড্যাপ-সংক্রান্ত সমস্যার সমাধান হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২১ ১৭:১১:৩৩
ড্যাপ-সংক্রান্ত রাজউকের নতুন নীতিমালার কারণে তৈরি হওয়া সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনীতিতে আবাসন খাতের অনেক বড় ভূমিকা রয়েছে। যেহেতু ড্যাপের কারণে অনেকে সমস্যায় পড়েছেন, তাই আমি এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।
বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলের সভাপতিত্বে এ সময় গেস্ট অব অনার ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
এসময় তাজুল ইসলাম আরও বলেন, উন্নত জীবনের জন্য পরিকল্পিত উন্নয়ন দরকার। প্রধানমন্ত্রী আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন। আপনারা আমাকে বিশ্বাস না করার কোনো কারণ নেই। আমি ড্যাপ নিয়ে সব পক্ষের সুবিধা দেখে সিদ্ধান্ত নেব। কোনো পক্ষপাতিত্ব হবে না।
আবাসন ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ড্যাপে কোন জায়গায় কোন পরিবর্তন করে যদি রাষ্ট্র ও জনগণের সমস্যার সমাধান হয়, তবে সেটা আমরা করবো। আপনারা ড্যাপ নিয়ে সরকারের ভুলগুলো ধরিয়ে দিন। সুনির্দিষ্ট প্রস্তাব করুন।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, আমাদের সরকারের প্রতি আস্থা আছে। তবে একদিকে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অন্যদিকে করোনা পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের খরচ বেড়ে যাওয়ায় কারণে আমাদের বিক্রিতে মন্দা চলছে। ব্যবসায়ীরাও হতাশ। এরমধ্যে ড্যাপের সমস্যায় অনেকেই কাজ করতে পারছেন না। সেটা নিরসনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। এ সমস্যা সমাধান হলে আবারও আমরা আগের মতো অর্থনীতিতে অবদান রাখতে পারবো।
তিনি বলেন, বর্তমানে জিডিপিতে আবাসন খাতের ১৫ শতাংশ অবদান। ৪০ লাখ মানুষ সঙ্গে জড়িত। এদের বাঁচান। আমরা শুধু নীতি সহায়তা চাই।
রিহ্যাবে ভাইস চেয়ারম্যান (প্রথম) কামাল মাহমুদ বলেন, নির্মাণসামগ্রির দাম এখন আকাশচুম্বি। এছাড়া ড্যাপের সমস্যা রয়ে গেছে, সেটা আমরা রিভিউ চাচ্ছি। এসব সমস্যা সমাধান হলে আমরা মধ্যবিত্তের চাহিদা ও সামর্থের মধ্যে তাদের আবাসনের ব্যবস্থা করতে পারবো।
আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ শুরু হয়েছে বুধবার (২১ডিসেম্বর)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করেছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২০০১ সাল থেকে রিহ্যাব ফেয়ারের আয়োজন করছে আবাসন খাতের এ সংগঠন।
আয়োজকরা জানায়, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে। এরমধ্যে ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল। এ বছর মেলায় ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ন রিয়েল এস্টেট লি. এবং আর এ কে সিরামিকস (বাংলাদেশ) লি.।
এএ