বিএপিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২১ ২০:৪৬:৫০
শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০) ডিসেম্বর এসোসিয়েশনের সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে ঢাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয় । করেন ।
এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ফুটওয়্যার লিঃ, এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্য আনিস এ. খান, স্বতন্ত্র পরিচালক, সামিট এলাইন্স পোর্ট লিঃ, মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিঃ, রোকেয়া কাদের, চেয়ারম্যান, দেশ গার্মেন্টস লিঃ, তাবিথ আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক, কে এন্ড কিউ বাংলাদেশ লিঃ, ফারজানাহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোং লিঃ, কায়সার হামিদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, বাংলাদেশ ফাইন্যান্স লিঃ, তানভীর আলী, পরিচালক, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিঃ, ইমাম শাহীন, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, এশিয়া ইন্স্যুরেন্স লিঃ, আদিব হোসেন বাবুল, পরিচালক, ন্যাশনাল ফিড মিল লিঃ, মোঃ ফায়সাল করিম খান, পরিচালক, সামিট পাওয়ার লিঃ, অলি কামাল, এফসিএস, ইভিপি এবং কোম্পানী সচিব, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, বিএপিএলসির সেক্রেটারী জেনারেল মোঃ আমজাদ হোনেস সহ বিভিন্ন লিস্টেড কোম্পানীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এএ