গাইবান্ধায় আগুনে পুড়ল ৪ হাজার মণ পাট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২১ ২১:২০:৩০


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে একটি পাটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনায় চার হাজার মণ পাট পুড়ে গেছে। এ সময় গুদামের পাশের বেশ কয়েকটি বসতঘরেও আগুন লাগে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এর আগে বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারের আসাদুজ্জামান সরকারের সরকার ট্রেডার্সের পাটের গুদামে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাতলা ফায়ার স্টেশন, গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন ও ফুলছড়ি ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামে রাখা প্রায় চার হাজার মণ পাট ভস্মীভূত হয় এবং পাশের বেশ কয়েকটি বাড়ির আসবাব, নগদ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা আরিফ আনোয়ার জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

এএ