পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২২ ১০:৪৬:৩৯


রাজধানীর মহাখালীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাত বেগম (২৫) নামে এক গৃহবধূ। এ দাবি করেছেন মৃতের শ্বশুরবাড়ির লোকজন।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় দেবর ও শাশুড়িসহ স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত জান্নাত মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ চড় গ্রামের জামাল মিয়ার স্ত্রী। বর্তমানে সে মহাখালীর সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে থাকত।

মৃত জান্নাতের দেবর রানা বলেন, জান্নাত বাসার সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেন। এ সময় তার স্বামী বাসায় ছিলেন না। প্রথমে কেউ কিছু টের পায়নি। পরে জানতে পেরে জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি।

এমজি