ব্লক মার্কেটে লেনদেন ৮১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২২ ১৭:২১:৩৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির ৮১ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা রেনাটা লিমিটেডের লেনদেন হয়েছে ২০ কোটি ৭৬ লাখ ১১ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গেলভানাইজিংয়ের ১৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সী পার্ল হোটেলের ১১ কোটি ৮৭ লাখ টাকার।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- এসবিএসি ব্যাংকের ৬ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকার, এডিএন টেলিকমের ২ কোটি ৪ লাখ ৫৪ হাজার টাকার, সাউথ ইস্ট ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার, ইউনিলিভারের ১ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার, কেডি সল্ট এর ১ কোটি ২১ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিকেলের ১ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস