টেকনাফে রোহিঙ্গাদের হাতে অপহৃত ৮জন তিন দিন পর উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১২-২২ ১৮:০৭:৩৬
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে থেকে অপহৃত আট বাংলাদেশিকে তিন দিন পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) অপহরনের চার দিন পর অপহৃত আট বাংলাদেশি সকালে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তাদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম। তাদের পারিবারিক সূত্র জানিয়েছে, রোহিঙ্গাদের হাতে তারা অপহৃত হয়েছিলেন।
এর আগে গত রোববার বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তারা অপহৃত হন। অপহৃতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার এবং নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
তিন দিন ধরে প্রশাসনের লোকজন, স্থানীয়সহ ৪ শতাধিক মানুষ পাহাড়ি অঞ্চলে অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছিলেন। অপহৃত পরিবারের সদস্য মোহাম্মদ হাবিব বলেন, অপহৃত ৮ জনকেই মুক্তিপণের টাকার জন্য নানানভাবে শারীরিক নির্যাতন করেছে অপহরণকারীরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের ক্ষত রয়েছে। তারপর অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বাড়ি ফিরেছেন এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আর প্রশাসনসহ যারা উদ্ধার অভিযান চালিয়ে আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ওসি আবদুল হালিম বলেন, অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ের ঢালে-জঙ্গলে বিভিন্ন দুর্গম জায়গায় পুলিশের অভিযান চলমান ছিল। তারা একটু সুস্থ হোক। তারপর তাদের কাছ থেকে অপহরণের কারণসহ বিস্তারিত জানতে পারব।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, অপহরণের পর থেকে অপহরণকারীদের শনাক্তসহ উদ্ধারে চিরুনি অভিযান চালিয়েছি আমরা। অপহরণকারী আটজনকে রোহিঙ্গারা ফেরত দিয়েছে। আমরা ফেরত আসাদের চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করছি। এর পেছনে যারাই জড়িত থাকুক, কেউ রেহাই পাবে না।
আই এইচ