কুমিরের কামড়ে পর্যটকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৪-০৬ ০৮:০৩:৪৬
ইন্দোনেশিয়ায় সমুদ্রের স্বচ্ছ পানিতে ডুব-সাঁতার কাটার সময় এক পর্যটককে মেরে ফেলেছে কুমির। ওই পর্যটকের নাম সের্গেই লিখভার (৩৭)। তার মৃতদেহ ভেসে ওঠে পশ্চিম পাপুয়ার জলসীমায়। এটি পাপুয়া নিউ গিনির উপকূল। উদ্ধারকারীরা ওই সময় সের্গেই লিখভারের মৃতদেহের পাশে দেখতে পান বিশাল দেহের অধিকারী লবণাক্ত পানির কুমির।
গত মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেন তারা। উদ্ধারের নেতৃত্বে থাকা প্রাসেতিও বুডিয়ারতো বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের দু’একটি অঙ্গ নেই। এ থেকে আমরা বুঝে নিয়েছি যে, তাকে কুমিরে মেরে ফেলেছে।
ইন্দোনেশিয়ার মিনাইফান দ্বীপের কাছে জলসীমায় সাঁতার কাটছিলেন পর্যটক লিখভার। তার একদিন পরেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর বের হয়। সাঁতার কাটার সময় তার সঙ্গে কেউ ছিল না। যখন পাপুয়া সীমান্তের পানিতে তার মৃতদেহ পাওয়া গেল তখন তার একটি হাত ছিল না। তার কোমরে কামড়ের দাগ ছিল। যেখানে তার মৃতদেহ পাওয়া যায় সেখানে পানির স্রোত ছিল তীব্র। ওই এলাকায় কেউ যায় না। তার বিষয়ে রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল।