স্টক ব্রোকার ডিলার সনদ পেল এমকেএম সিকিউরিটিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২২ ১৮:০৪:০৯
ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ট্রেকহোল্ডার এমকেএম সিকিউরিটিজ স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটি গত ২৮ জুন স্টক ব্রোকার ও ডিলার সনদ পেয়েছে। কোম্পানিটির স্টক ব্রোকার সনদ ডিএসই-২৮৯/২০২২/৬৩১। আর স্টক ডিলার সনদ ডিএসই-২৮৯/২০২২/৬৩২।
কোম্পানিটির স্টক ব্রোকারের তিন ডিজিটের আইডি এমকেএম। আর স্টক ডিলারের ট্রেডিং কোড ডিএলআরএমকেএম।
এএ