বিএসএফের নির্যাতনে মৃত্যু, এক সপ্তাহ পর এলো লাশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৩ ১১:৩৫:৩৯
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘নির্যাতনে’ নিহত বাংলাদেশি যুবক শাহীন মিয়ার (৩০) লাশ সাত দিন পর যশোরের শার্শার বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুই দেশের কাগজপত্র চালাচালি শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। শাহীন মিয়া যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।
এ ব্যাপারে জানা গেছে, ২১ বিজিবির দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৭০ আর-এর কাছ দিয়ে শাহিন মিয়া গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৮ ঘোনারমাঠ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটকের পর অমানবিক নির্যাতন করে। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে বনগাঁও থানায় সোপর্দ করে। পরে শাহীন শারীরিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ ডিসেম্বর বনগাঁ হাসপাতালে ভর্তি করলে ১৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যুবকের ভারতের হাসপাতালে মৃত্যুর এক সপ্তাহ পর বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে।
এনজে