কাতার বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার কোনও ঘটনা ঘটেনি: ফিফা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৪ ১৯:৪৮:২৪


৩৬ বছর পর আর্জেন্টিনার হাতে শিরোপা ওঠার মধ্যদিয়ে পর্দা নেমেছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত কাতার বিশ্বকাপের। এটি ছিল বিশ্বআসরের ২২তম আসর। সদ্যসমাপ্ত বিশ্বকাপ শুরুর আগে অনেক বির্তক তৈরি হয়েছিল। কিন্তু বিশ্বকাপ মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে তা আস্তে আস্তে কমে যায়।

উদ্বোধনী ম্যাচে কাতার ও ইকুয়েডরের ম্যাচ নিয়ে বৃটিশ গণমাধ্যম ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছিল। তারা বলেছিল ম্যাচ হেরে যেতে কাতারের কাছ থেকে বড় অঙ্কের টাকা খেয়েছিল ইকুয়েডর। কিন্তু শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। ম্যাচটি ইকুয়েডর জিতে নেয় ২-০ গোলে।

তারপরও ম্যাচ গড়াপেটার গুঞ্জন থামেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয় এবং প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া সব বিষয়ই সাজানো। এমনটি ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ও সাজানো নাটক।

ম্যাচ গড়াপেটার ব্যাপারে খুবই সতর্ক ছিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফিফা ম্যাচ গড়াপেটার জন্য বিশ্বকাপের আগেই একটি টাস্কফোর্স গঠন করে। যারা বিশ্বকাপ শেষে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে।

ফিফার গঠিত টাস্কফোর্স জানিয়েছে বিশ্বকাপের ৬৪ ম্যাচে গড়াপেটার মতো কোনও ঘটনা ঘটেনি। এ রিপোর্ট করতে গিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তির ওপর নজরদারি চালিয়েছিল। সেখানে তারা শেষ পর্যন্ত তেমন কিছুই পায়নি।

এএ