জবিতে চালু হলো আধুনিক গবেষণাগার

প্রকাশ: ২০১৬-০৪-০৬ ২৩:৪৮:২৯


Chemistry-1জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আধুনিক একটি গবেষণাগার চালু করা হয়েছে। এই গবেষণাগারে খাদ্যে বিদ্যমান বিভিন্ন উপাদানের পরিমাণ নির্ণয় এবং জৈব ও অজৈব বিভিন্ন উপাদান পরীক্ষা-নিরীক্ষা করাসহ ঔষধ শিল্পের বিভিন্ন কাঁচামালের গুনাগুন পরীক্ষা করা যাবে। বুধবার দুপুরে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান গবেষণাগারটি উদ্বোধন করেন।

এই গবেষণাগারটি হেকেপ প্রকল্পের আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রকল্প উপ-পরিচালক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান। তিনি বলেন, ‘এডভান্সমেন্ট অফ টিচিং এন্ড লার্নিং এ্যাট আন্ডারগ্রাজুয়েট এন্ড মাস্টার্স লেভেল ইন কেমেস্ট্রি’ শির্ষক প্রকল্পের অংশ হিসেবে গবেষণাগারটি চালু করা হয়েছে। এ গবেষণাগারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা করতে পারবেন। গবেষণাগারটির নাম দেয়া হয়েছে অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্ট সেন্টার।
তিনি আরো বলেন, এই গবেষণাগারে ইউভি-ভিসিবেল স্পেক্ট্রোফটোমিটার, ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেক্ট্রেটফটোমিটার, ম্যাগনেটিক সাসকেপটিবিলিটি ব্যালান্স, পটেনশিওমেট্রিক টিট্রেটর এবং রোটারি ভ্যাকিউম ইভাপোরেটর নামক বেশ কয়েকটি আধুনিক গবেষণা যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরো যন্ত্রপাতি স্থাপন করা হবে বলে জানান তিনি।