তিন ব্যবসায়ীকে কুপিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৫ ১৬:৫৫:৩৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেলা থেকে ফেরার পথে তিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের দলদী গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহত মোহাম্মদ আসাদুল্লাহ (৩৮) উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকার জজ মিয়ার ছেলে।
হামলার শিকার ব্যবসায়ীরা হলেন: উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকার মো. রাকিব, আজিজুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। তারা বিভিন্ন মেলায় ঘুরে বেলুন বিক্রি করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে তিন বেলুন বিক্রেতা সোনারগাঁয়ের একটি মেলা থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা দলদী এলাকায় এলে সেখানে একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়।
তবে প্রথম অবস্থায় তারা তিনজন সেগুলো দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী দলের সদস্যরা কুপিয়ে আহত করে তাদের। এ সময় আহতদের চিৎকারে আশপাশের গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। সবাই পালিয়ে গেলেও আসাদ নামে একজনকে আটক করেন গ্রামবাসী। পরে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ছিনতাই করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ছিনতাইকারীদের হামলায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এএ