ঢাকায় পিটার হাস প্রত্যাশিত কর্মফল পেয়েছেন: মস্কো

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৫ ১৮:৪৩:২৫


রাজধানীর শাহীনবাগে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকের পরিবারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেখা করতে যাওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মনে করে রাশিয়া।

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার একটি বিবৃতি প্রচার করেছে। বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেছেন, ‘শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূতের সফরকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মনে করে রাশিয়া।’

মারিয়া জাখারোভা আরও বলেন, ‘এই ঘটনা মার্কিন কূটনীতিকের কর্মকাণ্ডের একটি প্রত্যাশিত ফল, যিনি বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষার অজুহাতে অভ্যন্তরীণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে ক্রমাগত চেষ্টা করছিলেন।’

গত ১৪ ডিসেম্বর পিটার হাস নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাড়িতে ‘গুম হওয়া’ ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। পূর্বনির্ধারিত বৈঠক চলার সময়, ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের সদস্যরা ওই বাড়ির সামনে অবস্থান নেন। তারা ১৯৭৭ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কোর্ট মার্শালের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচারের দাবি জানান।

পিটার হাস যখন অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছিলেন, তখন বাড়ির সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা তার গাড়ি ঘিরে ধরেন। পিটার হাস দ্রুত ওই স্থান ত্যাগ করেন। তিনি তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, শাহীনবাগের ওই বাসার বাইরে অনেক লোক দেখে নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

ওই দিন সন্ধ্যায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা অনিশ্চয়তা দেখে মার্কিন রাষ্ট্রদূত শাহীনবাগের বাসা থেকে চলে যান। এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। আমি রাষ্ট্রদূতকে বলেছি, ‘আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনার ওপর বা আপনার লোকের ওপর কেউ কি আক্রমণ করেছে? উনি বললেন, না। তিনি বললেন যে, তার গাড়িতে হয়ত দাগ লেগেছে। তবে, তা নিশ্চিত না। আমি বললাম যে, আপনাকে ও আপনাদের লোকদের আমরা অধিকতর নিরাপত্তা দেবো।’

এএ