সূচকের মিশ্রাবস্থায় ১ ঘণ্টায় লেনদেন ৬১ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৬ ১১:০৯:১৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, দর কমেছে ৭৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬১ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩২৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬ টির, দর কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস