সরকারের হাতে বেশি সময় নেই: ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৬ ১৪:১২:৫৮
সরকার গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সরকারের হাতে বেশি সময় নেই মন্তব্য করে ড. মোশাররফ বলেন, গণঅভ্যুত্থান সৃষ্টি করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।
ড. মোশাররফ বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি দিয়েছে বিএনপি।
এম জি