সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৬ ১৫:২৮:০৯


সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জগরুল হোসাইন (৪২) সিলেট সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার কুচাই দক্ষিণ পাড়া গ্রামের মৃত মসবুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জগরুল হোসাইন মারা যান।

এদিকে ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকে রাখেন। তবে ট্রাকচালক তাৎক্ষণিক পালিয়ে যান। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জগামী ট্রাক ও সিলেটগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক জব্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আই এইচ