জবিতে বিক্ষোভ: অবস্থা থমথমে
আপডেট: ২০১৬-০৪-০৭ ১২:৫৪:৪২
রাজধানীর সূত্রাপুরে নাজিমউদ্দিন (২৬) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর পর মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার প্রতিবাদে জবির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার জবির সামনে নাজিমউদ্দিনের হত্যা বিচারের দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে।
প্রতিবেদন লেখা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশকে টহল দিতে দেখা গেছে।
উল্লখ্য, বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরস্থ একরামপুর মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত নাজিমউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ‘বি’ সেকশনের একজন ছাত্র। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস