বিএনপি নেতা রবিউল আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ০৯:৪৭:৩৯


বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।

শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, শেখ রবিউল আলমকে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। কলাবাগান থানা পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

এম জি