বুরকিনা ফাসোতে মাইন বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৭ ১০:৫৩:৫৭


পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ মাইন বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মূলত ল্যান্ডমাইনে একটি মিনিবাসের ধাক্কা লাগলে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর নাইজারের সীমান্তের কাছে পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা সবাই ওই মিনিবাসের যাত্রী। এখনও কয়েকজন যাত্রী নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত এক দশক ধরে জিহাদি বিদ্রোহের মুখোমুখি বুরকিনা ফাসো। এই সহিংসতার কারণে দেশটিতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সামরিক বাহিনী গত জানুয়ারিতে ক্ষমতা দখল করে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

এম জি