বায়ু দূষণের শীর্ষে ঢাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৫:২৯:৫২


আবারও বায়ু দূষণের শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা নাগাদ যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মাত্রা অনুযায়ী, মঙ্গলবার ঢাকার অবস্থান শীর্ষ অবস্থানে চলে এসেছে। এতে বায়ু দূষণের মাত্রা ছিল ২৪৬। বিশেষজ্ঞদের মতে এই মাত্রাকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর।

এদিকে শুধু বায়ু দূষণের কারণে নয়, সকালের বৃষ্টির কারণেও ঢাকার আকাশ কুয়াশায় ঢেকে আছে। একইসঙ্গে আকাশও মেঘলা।

একিউআই অনুযায়ী, ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, মাত্রা ১৩৪। আর তৃতীয় অবস্থানে আছে দিল্লি, মাত্রা ২৩০।

বায়ু বিশেষজ্ঞরা বলেন, ১০১ থেকে ২০০ এর মধ্যে মাত্রা থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপদজনক’ বা দুযোগপূর্ণ বলা হয়।

এম জি