সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রকাশ: ২০১৬-০৪-০৭ ১৬:১৭:০১
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ১ দশমিক ৩৪ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির। আর দর কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৬৬ লাখ টাকা।
আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৬ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৬৬ পয়েন্টে।
আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।