গাজীপুরে ঝুটের গুদামে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৮ ১০:১১:৩৭
গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ঝুটের গুদাম ও গুদামে থাকা মালপত্র পুড়ে গেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বুধবার সকাল ৭টার দিকে দেওলিয়াবাড়ী এলাকায় রাসেল সরকারের মালিকানাধীন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।
এম জি