আমরা চোরের জাতি নই: কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৮ ১৩:৩০:৪৩


সড়ক পরিবহন ও সেতুমন্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক অপবাদ দিলেও তা মিথ্যা প্রমাণিত হয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা সেতু করছি, তাই আমরা চোরের জাতি নই, বীরের জাতি।

বুধবার মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়িতে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিআরটি উদ্বোধনের কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বের কঠিন পরিস্থিতির মুখে বাংলাদেশ-উন্নত অনেক দেশের চেয়ে ভালো আছে। তাই অনেকে অন্তর জ্বালায় মরে।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অনেকে বলেছেন জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। এখন সেতু পাড়ি দিয়ে কীভাবে দ্রুত সময়ে সমাবেশ করতে যাচ্ছেন। বড় বড় কথা বলেন। আমরা সন্ত্রাম জঙ্গিবাদ মোকাবিলা করে এগিয়ে যাব।

এম জি