ব্লক মার্কেটে লেনদেন ৭৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৮ ১৭:০৪:২১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির ৭৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা রেনেটার শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার।

এছাড়া, ব্লক মার্কেটে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪ কোটি ৩৭ লাখ টাকার, ফার্মা এইডের ২ কোটি ১৭ লাখ টাকার, সোনালী পেপারের ৩ কোটি ০৫ লাখ, বিএটিবিসির ৪ কোটি ৮৯ লাখ টাকার, বিকন ফার্মার ৩ কোটি ৪০ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৩৭ লাখ টাকার, আইপিডিসির দেড় কোটি টাকার, কহিনুর কেমিক্যালের ১ কোটি ২০ লাখ টাকার এবং ম্যারিকোর ১ কোটি ১০ লাখ টাকার উল্লেখযোগ্য শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস