রাঙ্গামাটি ফুড’র এজিএম অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১২-২৮ ১৯:২৪:৫০
রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এফসিএমএ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন। এজিএমে কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এফসিএমএ স্বাগত বক্তব্য দেন। এ সময় চেয়ারম্যান তানিয়া সুলতানাসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২১-২২ অর্থবছরের সাধারণ সভার কার্যবিবরণী, আর্থিক ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান তানিয়া সুলতানা সব উদ্যোক্তা, পরিচালক, শেয়ারহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকেও ধন্যবাদ জানান।
এএ