টাঙ্গাইলের ৬ ইউনিয়নে ভোট চলছে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-২৯ ১১:১৮:১১
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ ইউপি সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, দুই উপজেলায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ছয় ইউনিয়নে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।
এম জি