রংপুরে কাউন্সিলরদের বেশিরভাগই আ.লীগের: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৯ ১৪:৫৬:০০
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের। এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাচসাস নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দলীয় মেয়র প্রার্থী কম ভোট পেলেও কাউন্সিলরদের বেশিরভাগই আওয়ামী লীগের। এর থেকেই বুঝে নিতে হবে সেখানে সমীকরণ কি ছিল। সেখানে মহাজোটের সমীকরণ ছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, বিএনপির গণমিছিল ঘিরে ঢাকা শহরে আওয়ামী লীগের সতর্ক পাহারা থাকবে। তাদের কর্মসূচি হলে জনগণ ভীত-সন্ত্রস্ত থাকবে। মানুষের শান্তি শৃঙ্খলার জন্য সারা ঢাকা শহরে আওয়ামী লীগ পাহারায় থাকবে বলেও জানান তিনি।
এম জি