ঢাকা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শফিকুল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৯ ১৯:১২:৫৯
ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী। তিনি অধ্যাপক ডা. মো. টিটো মিঞার স্থলাভিষিক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার্সোনেল-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, ডা. মো. শফিকুল আলম চৌধুরী একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর সেইন্ট গ্রেগোরিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুক্ত আউট হবেন। তিনি যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এএ