পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮.৭ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-৩০ ১২:৩৮:৫৬


চলতি শীত মৌসুমে ডিসেম্বরের শেষ সময়ে ৮ এর ঘরে নামল পঞ্চগড়ের তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টায় এ জেলায় ৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য জানান।

রাসেল শাহ জানান, তাপমাত্রা ক্রমেই কমছে। আজ শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে তাপমাত্রা কমার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন থেকেই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বইতে থাকে উত্তরের হিমেল হাওয়া। এ হাওয়ায় নেমে আসে শীত। গত তিনদিন ভোর থেকে বেলা অবধি ঘন কুয়াশা থাকলেও আজ ভোর থেকে কুয়াশা না থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। অনেককেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

এম জি