কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-৩০ ১৩:২৭:০৬


অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।

তবে এর আগেই সকাল থেকে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে পার্শ্ববর্তী এলাকায় জড়ো হয়েছেন। এদিকে বিএনপির গণসমাবেশ ঘিরে নয়াপল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গণমিছিলে যোগ দিতে আসা নেতাকর্মীরা জানান, জুমার নামাজের পর মূলত যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হবে। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগেভাগেই তাদের নির্ধারিত স্পটে নেতাকর্মীদের জড়ো করছেন। জুমার নামাজের পর পুরানা পল্টন এলাকাজুড়ে বড় সমাগম ঘটবে। জুমার নামাজের পর আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিতে পারে—এমন আশঙ্কা থেকে আগেভাগে দল থেকে নির্ধারিত স্পটে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা।

ঢাকায় যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি থেকে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এম জি