বিএনপির গণমিছিল শুরু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১২-৩০ ১৫:৪১:৩৭
সরকারবিরোধী সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল শুরু করেছে বিএনপি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল বের করে দলটি।
মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে আবার নয়াপল্টনে ফিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। গণমিছিল থেকেই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার এই কর্মসূচি সম্পর্কে বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। ঢাকা শহরে যেহেতু জামায়াতে ইসলামীকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি তারা কোথায় করবে আমরা তা জানি না।
এম জি