সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১৩:৫৮:৪৬
সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের মূল্যসূচক। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ দশমিক ৮১ শতাংশ। আর প্রধান সূচক বেড়েছে ১ দশমিক ৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। লেনদেন হয়টি ৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে এ সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৪৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৭ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩৬৫ কোটি ৮৭ লাখ টাকা বা ৮১ শতাংশ।
ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৬ শতাংশ বা ২৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ বা ৩৭ দশমিক ২৯ পয়েন্ট।
‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৫৫ শতাংশ, ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ১ দশমিক ৬৭ শতাংশ, ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ১০ দশমিক ০১ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে দশমিক ৭৮ শতাংশ লেনদেন হয়েছে।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সানবিডি/ঢাকা/আহো