ভারতে রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-৩১ ০৯:৩১:৫১
ভারতে চলতি রবি মৌসুমে গম উৎপাদনে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়া ও ঊর্ধ্বমুখী আবাদসহ নানা কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে বর্তমানে শস্যটির মজুদ তলানিতে অবস্থান করছে। বাজারে স্থিতি ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে রেকর্ড উৎপাদন দেশটির জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আইসিএআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হুইট অ্যান্ড বার্লি রিসার্চের (আইআইডব্লিউবিআর) প্রাক্কলন অনুযায়ী, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এ মৌসুমে ১১ কোটি ২০ লাখ টনেরও বেশি গম উৎপাদন হতে পারে।
প্রতিষ্ঠানটি জানায়, এবার ভারতে গত মৌসুমের তুলনায় অন্তত ১৫ লাখ হেক্টর জমিতে গমের আবাদ বেড়েছে। এর মধ্যে পাঞ্জাব ও হরিয়ানায় আবাদের হার সবচেয়ে বেশি।
গত বছরই বিশেষজ্ঞরা ভারতে ১১ কোটি ২০ লাখ টন গম উৎপাদনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু ওই বছর অতিবৃষ্টি ও মার্চে ভয়াবহ দাবদাহ সব ধরনের গম উৎপাদনে বিপর্যয় ডেকে আনে। মোট উৎপাদন ১০ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টনে নেমে যায়। এর আগের মৌসুমে দেশটিতে ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টন উৎপাদন হয়েছিল। সে হিসাবে উৎপাদন ২৭ লাখ ৫০ হাজার টন কমেছিল।
আইআইডব্লিউবিআরের পরিচালক জ্ঞানেন্দ্র সিং বলেন, গত মৌসুমে কমলেও এবার আমরা আশাবাদী। মৌসুম শেষে গম উৎপাদন অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। আমাদের প্রাক্কলন ও অভিজ্ঞতা অনুযায়ী, উৎপাদন ১১ কোটি ২০ লাখ টন ছাড়াতে পারে।
এনজে